মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

Brazil masters wins in style against Indian masters spt

খেলা | সাম্বার ছন্দ দেখিয়ে ভারতকে হারালেন রিভাল্ডো-রোনাল্ডিনহোরা, বিজয়ন-অ্যালভিটোরা ছড়িয়ে দিলেন সোনালী রোদ্দুর

KM | ৩০ মার্চ ২০২৫ ২০ : ৫৭Krishanu Mazumder


ব্রাজিল মাস্টার্স-২ ভারত মাস্টার্স-১
(ভিওলা, রিকার্ডো) (বিবিয়ানো)

আজকাল ওয়েবডেস্ক: রিভাল্ডো-রোনাল্ডিনহোরা দেখিয়ে দিলেন ফুটবল কত সহজ খেলা। একটা দেশ শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত ফুটবলকে সঙ্গী করে বাঁচে। তাঁদের জন্যই তো ফুটবল বিউটিফুল গেম। 

বিজয়ন-অ্যালভিটোরা বুঝিয়ে দিলেন খেলা ছাড়ার পরেও তাঁরা আগের মতোই দৃষ্টিনন্দন। খেলা ছেড়ে দিলেও স্কিল তাঁদের ছেড়ে যায়নি। 

চেন্নাই দেখল সাম্বার ঝলক। ২০০২ বিশ্বকাপ জয়ী দলের সদস্য রিভাল্ডো, রোনাল্ডিনহো, লুসিওরা মাঠে ছড়িয়ে দিলেন সোনালী রোদ্দুর। স্মৃতিমেদুর করে তুললেন ফুটবলপাগলদের।

চেন্নাইয়ে সবঅর্থেই রবিবার সন্ধ্যায় বসেছিল চাঁদের হাট। একদিকে ব্রাজিলের কিংবদন্তিরা। কে নেই সেখানে? কার্লোস দুঙ্গা, গিলবার্তো সিলভা, এডমিলসন, জিওভানি, আমারাল, লুসিওর মতো তারকা। রোনাল্ডিনহো-রিভাল্ডোরা তো ছিলেনই। তাঁরাই মুখ্য আকর্ষণ।

অন্যদিকে ভারতের সোনার ছেলেরা। দেশের ফুটবলের 'কালো হরিণ' আইএম বিজয়ন, অ্যালভিটো ডি কুনহা, সৈয়দ রহিম নবি, মেহতাব হোসেন, দীপক মণ্ডল, অর্ণব মণ্ডল, মহেশ গাউলি, প্রদীপের মতো একঝাঁক প্রাক্তন তারকা। 

ম্যাজিশিয়ান রোনাল্ডিনহোকে দেখার জন্য উদ্বেল গ্যালারি। তিনি এক অর্ধ খেলেছেন। তাঁর পায়ে যখনই বল পড়েছে, তখনই উত্তাল হয়েছে গ্যালারি। সেই পায়ের জাদু, শরীরের দোলানিতে প্রতিপক্ষ ডিফেন্ডারদের বেসামাল করে দেওয়া, খেলতে খেলতে হঠাৎ করেই মাঠ বড় করে দেওয়া, রোনাল্ডিনহো এখনও সম্মোহীত করতে পারেন। ফ্রি কিক নেওয়ার সময়ে বলের সামনে দাঁড়িয়ে রিভাল্ডো ও রোনাল্ডিনহো। বিজয়ন মজা করে দেখাচ্ছেন ফ্রি কিক নেবেন রোনাল্ডিনহোই। ভারতের মানবপ্রাচীর এড়িয়ে রোনাল্ডিনহোর ফ্রি কিক শরীর ছুড়ে বাঁচান ভারতের গোলকিপার শুভাশিস রায়চৌধুরী। 

রিভাল্ডো মাঝমাঠে দাঁড়িয়ে পেন্ডুলামের মতো দুললেন। তাঁর বাঁ পা এখনও ক্ষুরধার। রিভাল্ডোর মারা শট শুভাশিস আঙুলের টোকায় কর্নার করে বিপন্মুক্ত করেন। মাঠের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ঘুরিয়ে দিচ্ছিলেন খেলা, খেলতে খেলতে হঠাৎই মাঠ বড় করে ফেলছিলেন। 

৩৫ মিনিট করে একেক অর্ধ। ভারতের মাস্টার্স দলের কোচ প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়। গোল আগলালেন শুভাশিস এবং করণজিৎ। রক্ষণে অর্ণব মণ্ডল, দীপক মণ্ডল, মহেশ গাউলিরা। মেহতাব, নবি, অ্যালভিটো, বিজয়ন, মেহরাজউদ্দিনরাও নিজেদের সেরা সময় ফেলে এসেছেন। কিন্তু প্রতিপক্ষ যত শক্তিশালীই হোক না কেন, যত কঠিনই হোক না কেন, তাঁরাও চোখে চোখ রেখে লড়তে জানেন। স্কিলের বিচ্ছুরণ ঘটাতে পারেন। রিভাল্ডোদের কড়া মার্কিংয়ে রাখতে পারেন অর্ণব-মেহতাবরা। তাঁদের থামাতে কিছু ক্ষেত্রে বলপ্রয়োগও করেন ব্রাজিলীয়রা। প্রতিপক্ষ যদি সৃজনশীল হয়, দক্ষতাসম্পন্ন হয়, তাহলে বিপক্ষ দলও নিজেদের সেরাটা তুলে ধরতে চেষ্টা করে। সার্বিকভাবে তখন খেলার মান ভাল হয়।  

অ্যালভিটোর বাঁ পা এখনও কথা বলে। তিনি গোল পেতেই পারতেন। প্রথমার্ধে দূরপাল্লার বাঁ পায়ের শট কোনওরকমে বাঁচিয়ে দেন ব্রাজিলের গোলকিপার গোমেজ। বিরতির কিছু আগে বিজয়নের নেওয়া দুরন্ত ফ্রি কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ভারতীয় ফুটবলের কালো হরিণ পায়ের ছোট ছোট কাজে মোহিত করেন দর্শকদের। প্রথমার্ধে গোল করতে পারতেন মোহনরাজও। ব্রাজিলের গোলকিপার গোমেজ সেযাত্রায় ত্রাতা হয়ে ধরা দেন ব্রাজিলের বারের নীচে।   

দ্বিতীয়ার্ধে রোনাল্ডিনহো আর নামেননি। অর্ণব মণ্ডল ডিফেন্স থেকে উঠে গিয়ে প্রায় গোল করে ফেলেছিলেন। ফিরতি আক্রমণে পরিবর্ত হিসেবে নামা ভিওলা গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন। পরমুহূর্তেই বিবিয়ানো ফার্নান্দেজ সমতা ফেরান ভারতের হয়ে। ব্রাজিলের হয়ে দ্বিতীয় গোলটি করেন রিকার্ডো অলিভিয়েরা। 

খেলা ছেড়ে দেওয়ার পরেও রিভাল্ডো-রোনাল্ডিনহোদের খেলা চোখে লেগে থাকার মতো। তাঁরা যখন মধ্যগগনের তেজিয়ান সূর্য, সেই সময়ে গোটা বিশ্বকে সম্মোহীত করে রাখতেন। এই পড়ন্ত বেলায় ব্রাজিলিয়ান কিংবদন্তিরা তুলে ধরলেন সোনালী সময়ের জাদু। 


RonaldinhoBrazil Masters Football TeamIndian Masters Football TeamRivaldo

নানান খবর

নানান খবর

গড়াপেটার অভিযোগ উঠতেই এবার মুখ খুলল রাজস্থান ফ্রাঞ্চাইজি, কী বলল জানুন 

হারতে থাকা কেকেআরের জন্য রায়নার পরামর্শ, ২০ বছরের তরুণ তারকাকে এই ভূমিকায় পাঠাতে বললেন

'ওকে ছুড়ে ফেলে দাও...', সূর্যবংশীকে নিয়ে হঠাৎ এ কথা কেন ভেসে এল ওয়াঘার ওপার থেকে?

চেন্নাইয়ে অশ্বিনের ভূমিকা নিয়ে প্রশ্ন,তারকা স্পিনারকে তীব্র আক্রমণ শ্রীকান্তের

গার্হস্থ্য হিংসার অভিযোগ, চার বছরের জেলের সাজা হল এই প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটারের

কলকাতা হারল রে, প্লে অফের রাস্তা ক্রমশ কঠিন হচ্ছে রাহানেদের

ইস্টবেঙ্গলে 'আফ্রিকান' ফুটবলার চান মেহতাব, প্রাক্তন লাল-হলুদ ফুটবল সচিবের মনে 'সন্তোষ' আনতে ব্যর্থ মেসি-দিমিরা

কেকেআরে ব্রাত্য গিলই তুললেন ঝড়, রাসেল–নারাইন আর কতদিন খেলবেন কলকাতায়?‌ 

অবিশ্বাস্য গোল করতেই পছন্দ করেন ভালভার্দে, রহস্য ফাঁস কুর্তোয়ার

বাদ ডি’‌কক, প্রথম একাদশে গুরবাজ, টস জিতে ইডেনে শুরুতে বোলিং করবে কলকাতা

অস্কারের হুঁশিয়ারিই সার, কেরালার কাছে হেরে সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের

আউট হওয়ার ভিডিও দেখিয়ে এ কী ধরনের রসিকতা! বাবর আজমকে তুমুল ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের, নেটপাড়ায় হাসির রোল

হায়দরাবাদের স্টেডিয়াম থেকে সরে যাচ্ছে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড, আইনি লড়াইয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাত গোলের ম্যাচ জিতে উঠে দুঃসংবাদ বার্সার জন্য, কী হল স্পেনের ক্লাবের?

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর

সোশ্যাল মিডিয়া